Featured News

অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা দের পক্ষ থেকে রাষ্ট্রীয় সু-পুষ্টি দিবস উৎযাপন

By Malda 24 live | Posted on: 09 September 2024

banner image

মালদার পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের পক্ষ থেকে রাষ্ট্রীয় সু-পুষ্টি দিবস উৎযাপন অনুষ্টিত হয় সোমবার। অঙ্গনারী কর্মী অসহায় কাদের পক্ষ থেকে প্রথমে একটি শোভাযাত্রা শুরু হয়ে পাকুয়াহাট স্থানীয় এলাকায় পরিক্রমা করে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় রাষ্ট্রীয় সু -পুষ্টি দিবস। এ বিষয়ে বামনগোলা ব্লক আধিকারিক জানান ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সু -পুষ্টি দিবস পালন করা হচ্ছে। এখানে ছোট ছোট শিশুদের বিভিন্ন নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সু পুষ্টি দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বামন গোলার বিডিও মনোজিৎ রায়, সিডিপিও খোকন বৈদ্য ও সকল অঙ্গনওয়াড়ি কর্মীরা।