Featured News

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মইন আলি, কী কারণে এমন সিদ্ধান্ত?

By Malda 24 live | Posted on: 08 September 2024

banner image

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মইন আলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে সুযোগ না পেয়ে কেরিয়ার নিয়ে এই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। অবসর সিদ্ধান্ত ঘোষণা করে মইন বলেছেন, ‘‘এখন আমার বয়স ৩৭। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের দলে আমাকে রাখা হয়নি। ইংল্যান্ডের হয়ে প্রচুর ক্রিকেট খেলেছি। এখন পরবর্তী প্রজন্মের সময়। আমাকে এই বার্তা দিয়েছেন নির্বাচকেরা। আমারও মনে হয়েছে এটাই উপযুক্ত সময়। নিজের দায়িত্ব পালন করা হয়ে গিয়েছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমি গর্বিত। যখন প্রথম ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাই, তখন জানতাম না দেশের হয়ে কতগুলি ম্যাচ খেলার সুযোগ পাব। প্রায় ৩০০ ম্যাচ খেলেছি ইংল্যান্ডের জার্সি পরে। প্রথম কয়েক বছর টেস্ট ক্রিকেটই বেশি খেলেছি। অইন মরগ্যান এক দিনের দলের অধিনায়ক হওয়ার পর ক্রিকেট আমার কাছে আরও মজাদার হয়ে উঠেছিল। তবে আমার কাছে টেস্টই আসল ক্রিকেট।’’ উল্লেখ্য, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মইনের। দশ বছরের কেরিয়ারে ইংল্যান্ডের হয়ে ১৩৮টি একদিনের ম্যাচ এবং ৯২ টি-২০ ম্যাচ খেলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডসে টেস্ট অভিষেক হয় তাঁর। মোট ৬৮টি টেস্ট খেলেন। রান ৬৬৭৮। তারমধ্যে রয়েছে ৮টি শতরান এবং ২৮টি অর্ধশতরান। তিন ফরম্যাটে মোট ৩৬৬ উইকেট নেন। দু’বার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মঈন। প্রথমবার ২০২১ সালের সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর প্রথমবার লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ইংল্যান্ডের অলরাউন্ডার। কিন্তু বেন স্টোকস, ব্রেনডন ম্যাকালাম, রব কির সঙ্গে আলোচনার পর অবসর ভেঙে গত বছরের অ্যাশেজে ফেরেন। তারপর আবার অবসর ঘোষণা করেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ফ্র্যাঞ্চাইজি‌ ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। অর্থাৎ, আইপিএলে খেলবেন মঈন আলি। ভবিষ্যতে কোচিং করাতে চান ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার।