By Malda 24 live | Posted on: 08 September 2024
আরজি করের ঘটনা নিয়ে,বিরোধীদের চামড়া তুলে নেওয়ার নিদান আবার বিতর্কিত বক্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশির। এক ধাপ উঠে জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকারের বিরোধীদের রাস্তায় ফেলে পেটানোর নিদান। এটাই তৃণমূলের কালচার পাল্টা বিজেপি। আর জি করের ঘটনা নিয়ে বিরোধীরা চক্রান্ত করছে। এর প্রতিবাদী মালদা শহরের রাজ হোটেল মোরে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভা ডাকা হয়। সেই সভা থেকে একের পর এক তৃণমূল নেতা বিরোধীদের হুমকি দিতে থাকে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বিরোধীদের চামড়া তুলে নেওয়ার হুমকি দেন। জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দুলাল সরকার বলেন চাইলে রাস্তায় ফেলে কেলাতাম ডাঙ্গাতাম ভালো করে কিন্তু করিনি। তৃণমূলের অভিযোগ গত ৪ তারিখে রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল সেখান থেকে কিছু বিরোধীরা মানুষের সাথে ঢুকে তৃণমূলের ঝান্ডা খুলে ফেলে দিয়েছে রাস্তা থেকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই একের পর এক তৃণমূল নেতৃত্ব বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দেয়। আব্দুর রহিম বকশি বলেন মালদার মানুষ বিরোধীদের সাথে নেই। তারা জনগণের মধ্যে ঢুকে আমাদের পতাকা ছিড়ে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল। তাদের চক্রান্ত মানুষ বুঝে গিয়েছে। তারা যদি ভেবে থাকে তৃণমূল দুর্বল তাহলে ভুল ভাবছে। আমাদের একটি পতাকার বদলে সিপিএম বিজেপিদের ৫০ জনের চামড়া তুলে দিতে পারি। দুলাল সরকার বলেন যে মানুষগুলো রাত্রিবেলা বেরিয়েছিল তাদের সাথে আমরা আছি। কিন্তু এদের মধ্যে কিছু লোক ঢুকে আমাদের পতাকা ছিড়েছে পুড়িয়েছে। তারা মানুষের সাথে তৃণমূলের গোলমাল লাগানোর চেষ্টা করছিল। চাইলে তাদের রাস্তায় ফেলে ক্যালাতে পারতাম ডাঙাতে পারতাম কিন্তু করিনি। পাল্টা মালদা উত্তরের বিজেপি সংসদ খগেন মুর্মু বলেন, এটাই তৃণমূলের কালচার। আমাদের কেউ তাদের পতাকা ছেড়ে নি। হুমকি দেওয়া ওদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।