By Malda 24 live | Posted on: 09 September 2024
কু প্রস্তাবে রাজি না হওয়ায় ভাইয়ের বউকে বেধড়ক মারলো ভাসুর ঘটনাটি ঘটেছে মানিকচক থানা অভিযুক্তবেঙ্গল পুলিশের হোম গার্ড পদে সামসি ফাঁড়িতে কর্মরত জানা যায় গত দুই তারিখের রাত্রিবেলা দরজা ভেঙে তার ভাইয়ের বাড়িতে ঢুকে এবং তার ভাইয়ের বউকে কুপ্রস্তাব দেয় তার কুপ্রস্তাবে তার ভাইয়ের বউ রাজি না হওয়ায় ভয়ের বউকে বেধড়ক মারধর করে। আতঙ্কে ভাইয়ের বউ চিৎকার চেঁচামেচি করলে পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মানিকচক হাসপাতালে ভর্তি করে খবর পেয়ে ভিন রাজ্য থেকে ফিরে আসে তার স্বামী জানান যে বারংবার তার স্ত্রীকে তার দাদা ধর্ষণ করার চেষ্টা করে এই মাসের ২ তারিখেও কু প্রস্তাবে আমার বউ রাজি না হওয়ায়। আমার বউকে বেদরক মারধর করে আমার বউ মানিকচক হাসপাতাল চিকিৎসাধীন মানিকচক থানায় শ্যামল ঘোষ এর বিরুদ্ধে অভিযোগ করা হয় অভিযুক্ত এখনো অধরা তদন্তে মানিকচক থানার পুলিশ। নির্যাতিতাগৃহবধূ নির্যাতিতা জানান যে তার ভাসুর বারংবার তাকে তার সাথে শারীরিক সম্পর্ক প্রস্তাব দেয় এই প্রস্তাবে গত দুই তারিখে সে রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর করে অভিযুক্ত নামে থানায় অভিযোগ করা হয়েছে অভিযুক্তা যেন শাস্তি হয় এমনটাই দাবি করছেন নির্যাতিতা গৃহবধূ