Featured News

বাংলাদেশের বিরুদ্ধেই তৈরি হবে ইতিহাস? বড় নজির গড়ার পথে রোহিত শর্মা, জানলে আপনারও হবে গর্ব

By Malda 24 live | Posted on: 07 September 2024

banner image

দীর্ঘ বিরতির পর আবারও মাঠে ফিরতে প্রস্তুত ভারতীয় দলের (India National Cricket Team) খেলোয়াড়রা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। যার জন্য আগামী সপ্তাহে দল ঘোষণা করা হতে পারে। এদিকে, আগামী কয়েক মাস ভারতীয় দল খুব ব্যস্ত থাকতে চলেছে। ভারতীয় ব্যাটার (India National Cricket Team) হিসেবে ইতিহাস তৈরির সুযোগ রোহিতের: কারণ, ভারতীয় দলকে (India National Cricket Team) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টি টেস্ট এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে। এদিকে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে বাংলাদেশের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে হবে ভারতকে। কারণ এরপর টিম ইন্ডিয়াকে আরও বড় দলের বিরুদ্ধে খেলতে হবে। যেখানে কড়া টক্কর দেখা যেতে পারে। এদিকে, আসন্ন বাংলাদেশ সিরিজে বড় নজির গড়ার সুযোগ থাকবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কাছে। জানিয়ে রাখি যে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত সেঞ্চুরি করলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার তালিকায় স্টিভ স্মিথকে পেছনে ফেলবেন তিনি। রোহিত এখনও পর্যন্ত WTC-তে ৯ টি সেঞ্চুরি করেছেন। এমতাবস্থায়, যদি তিনি বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেন সেক্ষেত্রে এই সংখ্যা পৌঁছে যাবে দশে। আর তা হলে প্রথম ভারতীয় ব্যাটার (India National Cricket Team) হিসেবে এই নজির গড়বেন তিনি।