Featured News

বিজেপিতে যোগ দিলেন তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা

By Malda 24 live | Posted on: 05 September 2024

banner image

কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন রবীন্দ্র জাদেজা। সক্রিয় রাজনীতিতে নাম লিখিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন তিনি। তাঁর স্ত্রী রিভাবা জাদেজা গুজরাটের জামনগরে বিজেপি বিধায়ক। জাড্ডুর গেরুয়া শিবিরে যোগ দেওয়ার খবর তাঁর স্ত্রী রিভাবা নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। লিখেছেন, জাদেজা সম্প্রতি বিজেপির সদস্য পদ গ্রহণ করেছেন। যদিও রবীন্দ্রর বাবা অনিরুদ্ধ সিং এবং দিদি নয়নাবা জাডেজা কংগ্রেসের সঙ্গে যুক্ত। অতীতে রবীন্দ্র জাদেজা একাধিকবার তাঁর স্ত্রী তথা বিজেপি নেত্রী রিভাবার জন্য প্রচার করেছেন। নির্বাচনের সময়ও তাঁকে স্ত্রীর হয়ে প্রচারের ময়দানে দেখা গিয়েছিল। রোড শো-ও করেন তিনি। এ বার তিনি নিজেও বিজেপিতে যোগ দিলেন। ভারতীয় ক্রিকেট টিমের হয়ে একাধিক রেকর্ড গড়েছেন এই ক্রিকেটার। চলতি বছর বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় ক্রিকেট দলের এই অলরাউন্ডার কি এবার সক্রিয়ভাবে রাজনীতি করতে চলেছেন? প্রশ্ন তাঁর অনুরাগীদের। প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে ৭২টি ম্যাচ খেলে ২৯৪টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ব্যাটিংয়ে রান করেছেন ৩০৩৬। এছাড়া ওডিআইতে ১৯৭টি ও টি-২০ ক্রিকেটে ৭৪টি ম্যাচে খেলে জাদেজা ২২০ ও ৫৪টি উইকেট শিকার করেছেন। এছাড়া ওডিআইতে ২৭৫৬ রান ও টি-২০ ক্রিকেটে ৫১৫ রান করেছেন জাদেজা।