Featured News

বিজেপির ডাকা রাজ্যজুড়ে প্রতিটি মন্ডলে মন্ডলে চাক্কা জ্যাম বিক্ষোভ প্রদর্শনকে সামনে রেখে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আট মাইল এলাকায়

By Malda 24 live | Posted on: 28 August 2024

banner image

বিজেপির ডাকা রাজ্যজুড়ে প্রতিটি মন্ডলে মন্ডলে চাক্কা জ্যাম বিক্ষোভ প্রদর্শনকে সামনে রেখে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আট মাইল এলাকায় বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে বিক্ষোভ মিছিল পরিক্রমা করে। শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সংশ্লিষ্ট এলাকায় বিজেপির তরফে একটি মিছিল বের করা হয় এবং মিছিলটি গোটা এলাকা পরিক্রমা করে ,আর জি কর কান্ডের মূল দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হন এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন। এদিনের এই মিছিলে পা মেলান মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, ভাবুক অঞ্চলের প্রধান প্রভূনাথ দুবে, বিজেপির মন্ডল সভাপতি নকুল সরকার সহ অন্যান্য বিজেপির কর্মী সমর্থকরা।