Featured News

‘তুমি চৈতন্যদেব সাজছো!’ দেবকে তীব্র আক্রমণ কুণালের! কী নিয়ে কাজিয়া দুজনের?

By Malda 24 live | Posted on: 07 September 2024

banner image

ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন নিয়ে তীব্র কাজিয়ায় জড়ালেন তৃণমূল সাংসদ দেব এবং কুণাল ঘোষ। ঘটনার সূত্রপাত ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন ঘিরে। বুধবার স্থানীয় সাংসদ দেব সেই ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেন। গত মার্চ মাসে ভার্চুয়ালি যেটার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গত ৪ সেপ্টেম্বর ঘাটালের সেই ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন করলেন দেব! এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রথমে দেবকে আক্রমণ করেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডলে কুণাল লেখেন, “ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১২ মার্চ ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। সেই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম পাল্টে সাংসদ। সুপারস্টার একেই বলে।” কুণালের খোঁচার জবাব দেন দেব। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ এই পরিষেবার ফলে উপকৃত হবেন।” একই সঙ্গে কুণালকে কার্যত বার্তা দিয়ে তিনি লেখেন, “এই পরিস্থিতিতে কোনও তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভাল।” দেবকে জবাব দিতে সময় নেননি কুণাল। এক্স হ্যান্ডলেই তিনি লেখেন, “দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট। যত যন্ত্র আসুক, উদ্বোধন দু’বার হতে পারে না। উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও।” এখানেই না থেমে দেবকে আক্রমণ করে কুণাল লেখেন, “আমরা, শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাজছো। পেশা, সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিখ্যেতা করছ।” কুণালের দ্বিতীয় পোস্টের কিছুক্ষণ পর এক্স হ্যান্ডলে গণেশ পুজোর একটি ছবি দিয়েছেন দেব। যেখানে লেখা, “ভগবান আমাদের সবাইকে সৎবুদ্ধি দিক।” দেবের পোস্টের কয়েক মিনিটের মধ্যেই গণেশ পুজোর ছবি দিয়েই কুণাল লেখেন, “ভগবান সব দু’মুখো সুবিধাবাদীর মুখোশ খুলে দিক।”